ধর্ষণের শিকার ৫ জন ঢামেকে ভর্তি
ধর্ষণের শিকার হয়ে পাঁচজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ তথ্য জানান। তিনি জানান, ধর্ষণের শিকার হয়ে পাঁচজন হাসপাতালে এসেছে। তাদের হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পাঁচজনই এখন সুস্থ আছে। প্রয়োজন অনুযায়ী তাদের সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, এই পাঁচজনের মধ্যে পরীক্ষায় দুইজনের ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাদের একজন সবুজ বাগ, অন্যজন কামরাঙ্গীর চর থেকে এসেছ। বাকি তিনজনের মেডিক্যাল রিপোর্ট এখনো আসেনি। তিনি এসব ঘটনাকে সামাজিক অবক্ষয় বলে উল্লেখ করেন।

অনলাইন ডেস্ক