হিলি রেলওয়ে একতা ক্লাব ওহাব সভাপতি লিটন সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের বাংলাহিলি রেলওয়ে একতা ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনু্িষ্ঠত হয়েছে। শুক্রবার সকাল ১০ থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাকিমপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু। তার সঙ্গে ছিলেন মজিবর রহমান ও আনোয়ার হোসেন খান।
গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আব্দুল ওহাব, সহ-সভাপতি পদে রুহুল আমীন ও ক্রীড়া সম্পাদক পদে রেজাউল ইসলামকে নির্বাচিত ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে জুম্মুন শেখ, সাংগঠনিক সম্পাদক পদে সাগর হোসেন কাজল, কোষাধ্যক্ষ পদে কুদ্দুস খান, দপ্তর সম্পাদক পদে শাফিউর রহমান সোহাগ, সমাজ কল্যান সম্পাদক পদে মামুনুর রশিদ, কার্যকরী সদস্য পদে নাহিদ হোসেন ও বিপ্লব খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি