হিলিতে ভিটামিন ”এ”প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরের হিলিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ৮ টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দি, ডা. শাকিল মাহমুদ, ডা. নাজমুন সাইদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন মল্লিক প্রেস কাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দি বলেন কোন শিশুই যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সে ব্যাপারে সকলকে সতর্ক রয়েছেন। ৬ থেকে ১১মাস বয়সি শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে । মোট ১০ হাজার ৭১২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি