জয়পুরহাটে বিনামূল্যে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা ও ওষুধ প্রদান
জয়পুরহাটে মাতৃভুমি অটিজম একাডেমীর উদ্যোগে বিনামূল্যে ২ শতাধিক প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় শুরু হওয়া এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প পুরো দিনব্যাপী চলছে।
পক্ষাঘাত গ্রস্থদের চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্র (সিআরপি) অর্থায়নে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১০ জন ডা: অংশ গ্রহন করেন। বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে সন্তোস প্রকাশ করেছেন বিভিন্ন স্থান থেকে আসা প্রতিবন্ধী শিশুদের অভিভাবকরা।
মানবিক দিক বিবেচনা করে জয়পুরহাটে বসবাসরত প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করছেন সিআরপি। আর সংগঠনটিন এমন সহযোগীতায় কৃতজ্ঞ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সভাপতি।
দিনব্যাপী এই ক্যাম্পে উপস্থিত ছিলেন মাতৃভুমি অটিজম একাডেমীর প্রতিষ্টাতা ও সভাপতি তিতাস মোস্তফা, নির্বাহী পরিচালক নাসরিন ফারহানা, সিআরপি’র রাজশাহী বিভাগীয় সমন্বয়ক সম্রাট আওরঙ্গজেব প্রমূখ।

অনলাইন ডেস্ক