জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে: রবিন
বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক দোয়া মাহ্ফিল, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফি নেওয়াজ খান রবিন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া, সঠিক সময়ে পরীক্ষা গ্রহন ও ফলাফল প্রকাশের ব্যবস্থা করেছে সরকার।
এতে করে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম হয়েছে। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার কাজ করছে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দিবে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে আগামীর নেতৃত্ব দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবু জাফর, সহকারী শিক্ষক এ, কে, এম আব্দুর রউফ, আজিজুর রহমান, সাইদুর রহমান মোল্লা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, সাইদুর রহমান, মনোয়ার হোসেন ও সোহেলী জুবাইদা। আলোচনা ও দোয়া করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও: মো: মোস্তফা কামাল ও রুহুল আমিন। অনুষ্ঠানে শেষে কোরআন তেলাওয়াত, হাম্দ/না’ত/গজল, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। নবীন ও এসএসসি ২০২০এর বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায় জানানো হয়।

ষ্টাফ রিপোর্টার