নন্দীগ্রামে মুজিব দিবস পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” উপজেলা শাখার সভাপতি মোঃ আবিদুর রহমান রুবেলের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধকালীন উপজেলার ডেপুটি কমান্ডার মোঃ বদিউজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নির্বাচিত কমান্ডার এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ একরাম হোসেন,ইদ্রিস আলী,জিতেন্দ্র নাথ গৌর, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তানবৃন্দ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি