প্রধানমন্ত্রীর নির্দেশনায় উত্তরাঞ্চলের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ: রাগেবুল আহসান রিপু
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, “জয় বাংলা” স্লোগান বাঙালী জাতির ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের ধারক। এই শ্লোগানের মধ্য দিয়েই আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আর সেই শ্লোগানকে বিএনপি-জামাত জোট সরকার মুছে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল।
বর্তমান সরকার উত্তরাঞ্চলের জনগণের ভাগ্য উন্নয়নেব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে। আমাদের উত্তরাঞ্চলে বর্তমানে ক্ষুধা-মন্দা নেই বললেই চলে। জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্যউত্তরসরী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় উত্তরাঞ্চলের অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যেই রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ বেশিরভাগ জেলায় বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।শিবগঞ্জ উপজেলার কিচক যুবলীগ নেতৃবৃন্দের অসহায়-দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের উদ্যেগ প্রশংসার দাবীদার। সমাজের সকল বিত্তশীল মানুষদের এরকম উদ্যেগ গ্রহণ করে নিজ নিজ এলাকার শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা উচিত।
তিনি আজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন যুবলীগের আয়োজনে কিচক বন্দরে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটনের সার্বিক তত্ত্বাবধানে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, জেলা আওয়ামী লীগের সদস্য আল-আমিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মীর্জারুল আলম শাহজাদা চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, সাবেক কিচক ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম ফকির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস সাত্তার, কিচক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশরফ হোসেন। এর আগে প্রধান অতিথি রাগেবুল আহসান রিপু কিচক এলাকার ৩ শতাধিক শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পরে প্রধান অতিথি রাগেবুল আহসান রিপু কিচক ইউনিয়নের চিলইল গ্রামে তার বাবার নানা-নানির কবর জিয়ারত করেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি