সিটি নির্বাচন পেছানোর দাবিতে ফের রাস্তায় ঢাবির শিক্ষার্থীরা
আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজা। একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা রয়েছে। পূজা উদযাপনের সুবিধার্থে নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে ফের আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা মানববন্ধনে দুই দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো- অনতিবিলম্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হবে। আগামীতে এরকম বিষয়ের যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করেন। এ সময় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পূজার দিনে নির্বাচন মানি না, মানব না’, ‘ডাকসু মানে না, পূজার দিনে নির্বাচন’, ‘পরিবর্তন করো পূজার দিনে নির্বাচন’ প্রভৃতি স্লোগান দেন।
সরস্বতী পূজা উদযাপনের স্বার্থে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আন্দোলনে নামবে।

অনলাইন ডেস্ক