দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-২
দিনাজপুর সদর থানায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮৫ পিচ ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে দিনাজপুর র্যাব-১৩। আটককৃত ইয়াবা ব্যবসায়ী কোতয়ালী থানার শেখপুরা গ্রামের শ্রী সুধীর চন্দ্র বিশ্বাসের ছেলে গোপাল বিশ্বাস (২২) একই থানার কালিকাপুর (সরকার পাড়া) মৃত মোস্তফা কামালের ছেলে শামীম সরকার (২৩)।
র্যাব-১৩ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার তাজপুর শরনপাড়া এলাকার র্যাব-১৩ এর অধিনায়ক সৈয়দ ইমরান হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যদের নিয়ে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে।অভিযান চালিয়ে ১৮৫ পিচ ইয়াবাসহ শামীম ও গোপালকে হাতেনাতে আটক করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর সদর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি