শিশু সাহিত্যিক খন্দকার বজলুর রহিমের ৭৭তম জন্মদিন আজ
শিশু সাহিত্যিক, কবি, গল্পকার, ঔপন্যাসিক খন্দকার বজলুর রহিমের আজ ৭৭তম জন্মদিন। ১৯৪৩ সালের ১৪ জানুয়ারি তিনি বগুড়া শহরের মালতিনগরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম কছির উদ্দিন সরকার ও মাতার নাম মরহুমা রহিমা খাতুন। তিনি ছিলেন বগুড়া লেখক চক্রের সহ-সভাপতি এবং জাতীয় কবিতা পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি। তার রচনাসমূহের মধ্যে শিশুতোষ হলো-ভুতের বাড়ী, কুমীরের রাজা, বাঘ মামার বিয়ে, ভুতধরা বিলের মাছ, আদরীর ময়না ও সিংহ বাঘ শিয়াল(সম্পাদিত), কাব্যগ্রন্থ-হৃদয়ের কাছাকাছি, আজও ভালবাসি, হৃদয়ের পংক্তিমালা ও চারদিকে অন্ধকার এবং উপন্যাস-হৃদয় স্পন্দন, ইডিয়েট ইয়েসম্যাডাম, একটু ছুঁয়ে দেখি, ভার্সিটির ছাত্রী। শিশুসাহিত্যের জন্য পেয়েছেন বগুড়া লেখক চক্র পুরস্কার। জেলা প্রশাসন, পুন্ডবর্ধন সাহিত্য কল্যাণ পরিষদ, পল্লী কবি জসিম উদ্দিন পুরস্কারসহ সাহিত্য অবদানের জন্য পেয়েছেন ১৯টি পুরস্কার। তার জন্মদিন উপলক্ষে বগুড়া লেখক চক্রের আয়োজনে আগামিকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সাতমাথা পোস্ট অফিস চত্ত্বরে আলোচনা সভা, কেক কাটা এবং কবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে।

প্রেস বিজ্ঞপ্তি