শেরপুরে পুলিশ পরিদর্শক বুলবুল ইসলামের বিদায়ী সংবর্ধনা
বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা দেয়া হযেছে। গত রোববার (১২ জানুয়ারী) রাতে শেরপুর থানা চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর থানা পুলিশের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর শহর আ.লীগের সভাপতি মকবুল হোসেন, বিদায়ী পুলিশ কর্মকর্তা বুলবুল ইসলাম, এসআই এবাদ আলী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী এই পুলিশ কর্মকর্তাকে শেরপুর থানাসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির প থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেয়া হয়।উল্লেখ্য, পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম ২০১৬ সালের ১৮ নভেম্বর শেরপুর থানায় পদোন্নতি পেয়ে যোগ দেন। সম্প্রতি তিনি চাপাঁইনবাবগঞ্জ জেলা পুলিশে বদলী হয়েছেন। তার পদে যোগ দিচ্ছেন বগুড়ার শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি