কাহালুর মালঞ্চা ইউ পি চেয়ারম্যানের মাতা লুৎফুন নেছার জানাযা সম্পন্ন
মঙ্গলবার বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়নের শিকড় গ্রামে মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. মর্জিনা বেগমের মাতা মরহমা লুৎফুন নেছার নামাজে জানাযা সম্পন্ন হয়। উক্ত রামাজে জানাযায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), কাহালু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন, কাহালু মডেল প্রেসকাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আব্দুর রহিম, আওয়ামীলীগনেতা ও নারহট্র ইউ পির সাবেক সদস্য পান্না, বিএনপিতো মকবুল হোসেন, আব্দুস সামাদ, ইকবাল হোসেন, মোহাম্মাদ আলী মাষ্টার, মুসা, আওয়ামীলীগনেতা শাহজাহান আলী, মালঞ্চা ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন, ইউ পি সদস্য আবুল বাশার, শাহিনুর আলম (শাহিন), বাবলা, জাহাঙ্গীর আলম, সিদ্দিক প্রামানিক, নুরুল ইসলাম, যুবদলনেতা এনামুল হক সহ অত্র এলাকা ধর্মপ্রাণ ব্যক্তিবর্গবৃন্দ। নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরাস্থানে দফন করা হয়। উল্লেখ্য যে, ১৩ জানুয়ারী বর্ধিক্যজনিত কারণে ইউ পি চেয়ারম্যান মোছা. মর্জিনা বেগমের মাতা লুৎফুন নেছা তার নিজ বাসভবন নারহট্র ইউনিয়নের শিকড় গ্রামে মুত্যুবরণ করেন।

কাহালু (বগুড়া) প্রতিনিধি