রংপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ২
রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে নিহতদের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী বলে নিশ্চিত করেছেন তারা।
স্থানীয় সূত্র জানায়, ডিপজল এন্টারপ্রাইজ পরিবহনের একটি নৈশকোচ ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। সকাল ৮টার দিকে এটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতরা অ্যাম্বুলেন্সে ছিলেন। এছাড়া দুর্ঘটনায় আহত অ্যাম্বুলেন্সের আরো তিন যাত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কিবরীয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অনলাইন ডেস্ক