কাহালু হাসপাতালের অ্যাম্বুল্যান্সের চাবি এম পি মোশারফ হোসেন এর হাতে হস্তান্তর করলেন মন্ত্রী জাহিদ মালেক
আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের নতুন অ্যাম্বুল্যান্স এর চাবি কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেনের হাতে হস্তান্তর করেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এম পি। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, চীপ হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আমিনুর রহমান, জাহিদুর রহমান, মনির হোসেন, রেজাউল করিম বাবলু, কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তাবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি