বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট’র নতুন কমিটিকে বরণ
বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর নতুন কমিটি গত মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানের সচিবালয়ে বরণ করে নেয়া হয়। নতুন ও পুরাতন মুখের সমন্বয় ঘটিয়ে এ কমিটি তাঁদের পথচলা শুরু করে। নব-গঠিত কমি্িটর সভাপতি মিঃ দিলীপ মারান্ডিকে ফুলেল শুভেচ্ছা জানান সদস্যবৃন্দ। এছাড়াও কমিটির সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ফুল দিয়ে বরণ করে নেয়ার সময় বগুড়া ওয়াইএমসিএ এর নির্বাহী পরিচালক রবার্ট রবিন মারান্ডি বলেন, নবগঠিত কমিটি এ শিক্ষা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
অতীত হতে শিক্ষা নিয়ে প্রতিষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হবে এ প্রত্যাশা করছি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ এর উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডল, জেমস পি বৈদ্য, সদস্য সচিব শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডি, উপাধ্যক্ষ আইএনএম মাহবুবুল ইসলাম, সদস্য টমাস অর্পন মন্ডল, কাজী নাজনীন জাহান, শ্যামলী আক্তার প্রমূখ।

ষ্টাফ রিপোর্টার