কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদে লাইট হাউসের ই সংলাপ অনুষ্ঠিত
ডেমোক্রোসি ইন্টারন্যাশনাল বাস্তবায়নে, ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি আর্থিক সহযোগিতায় ও লাইট হাউসের আয়োজনে বুধবার বিকেলে বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদে ই সংলাপ অনুষ্ঠিত হয়। ই সংলাপ অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে ৪০ জন নারী ও পুরুষ বিনা খরচে বগুড়া জজ কোটের প্যানেল আইনজীবির সাথে আইনগত বিষয়ে বিভিন্ন পরামর্শ নেন। এ সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, লাইট হাউসের প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস (পিপিজে) এর প্রকল্প সমন্বায়কারী রশিদা খাতুন, কাজীপাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বেলাল হোসেন, উক্ত প্রকল্পের উপজেলা সমন্বায়কারী নিশি কান্ত প্রমূখ। এখন লাইট হাউসের মাধ্যমে সব সময় সমাজের অসহায় মানুষ ঘরে বসেই আইনজীবিদের সাথে আইন ও অধিকার নিয়ে কথা বলতে পারছে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি