রংপুর রেঞ্জে বিরামপুর থানা ও বিরামপুর সার্কেল অফিসার শ্রেষ্ঠ নির্বাচিত
দিনাজপুরের বিরামপুর থানা সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ,ইভটিজিং প্রতিরোধ ,আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবাভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার ভূমিকা রাখায় পুলিশের রংপুর রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে সম্মাননা ক্রেস্ট অর্জন করেছে।সামগ্রিক কর্ম মূল্যায়নে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনিরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়াও গত ডিসেম্বর ২০১৯ সালে রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে বিরামপুর সার্কেল সিনিয়র এএসপি মিথুন সরকারকে নির্বাচিত করে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের আইন শৃংখলা ও মাসিক অপরাধ নিরোধসভা ১৫ জানুয়ারি বুধবার রংপুর রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সামগ্রিক কর্ম মূল্যায়ন করে বিরামপুর থানাকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করা হয়। আগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ২০১৯ সালে ৪ মাস এ শ্রেষ্ঠত্ব অর্জন। এছাড়াও জুলাই ২০১৯ মাসের বিশেষ সম্মাননা দেয়া হয়।এ সময় রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি ইকবাল হোসেনসহ আট জেলার পুলিশ সুপার, সকল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি