জাতীয় সংসদে কাহালু ও নন্দীগ্রাম এলাকার কাঁচা পাকা রাস্তা নিয়ে বললেন এম পি মোশারফ হোসেন
জাতীয় সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন কাঁচা পাকা রাস্তার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন কাঁচা পাকা রাস্তার দ্রুত সমস্যা সমাধানের জন্য স্পিকারের মাধ্যমে সেতু ও যোগাযোগ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
তিনি শুধু তাই নয় প্রতিনিয়ত জাতীয় সংসদে কাহালু ও নন্দীগ্রাম উপজেলার উন্নয়ন মূলক কর্মকান্ড, হাসপাতাল, থানা, মসজিদ, মন্দির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন।

কাহালু (বগুড়া) প্রতিনিধি