সাপাহার সীমান্তে বি.এস.এফ হাতে আটক-১
নওগাঁর সাপাহার সীমান্তে বাংলাদেশী গরুব্যাবসায়ীর এক রাখালকে ভারতীয় বি.এস.এফ জোয়ানরা আটক করেছে। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে গতকাল বুধবার দিবাগত রাতের কোন এক সময় সাপাহার, পোরশা উপজেলার কিছু গরুব্যাবসায়ীর রাখালরা চোরাই পথে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে প্রবেশ করে। এর পর তারা আজ বৃহস্পতিবার ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে ২৩২নং মেইন পিলারের অদুরে ভারতের কেদারী পাড়া ১৫৯বিএসএফ ক্যাম্পের টহল রতা জেয়ানরা তাদের পিছু ধাওয়া করে হাসিম উদ্দীন (২৬) কে আটক করে। এবিষয়ে ১৬বিজিবি হাপানিয়া ক্যাম্পের হাবিলদার খায়রুল ইসলামের সাথে কথা হলে তিনি ঘটনান সত্যতা স্বীকার করে বলেন যে আমরাও এই রকম একটি সংবাদ শুনেছি, তবে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এর ব্যবস্থা নেয়া হবে বলে জানান। আটক হাসিম উদ্দীন সাপাহার উপজেলা সংলগ্ন ইসলামপুর গ্রামের মোক্তার হোসেন এর ছেলে বলে জানা গেছে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি