চট্টগ্রামে বাসচাপায় কলেজছাত্র নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাটে বাসচাপায় মো. আবু সাঈদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ বারৈয়ারহাট ডিগ্রি কলেজের ছাত্র। তার বাড়ি করেরহাটের পশ্চিম জোয়ার এলাকায়।
জোরারগঞ্জ থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস আবু সাঈদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর এবং রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

অনলাইন ডেস্ক