ইজতেমায় যাওয়া হলো না সাইদুর রহমানের
বিশ্ব ইজতেমায় যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও শেষ পর্যন্ত যাওয়া হলো না সাইদুর রহমানের।
বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাকের চাপায় প্রাণ হারান তিনি। বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনকুন্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, গাইবান্ধা থেকে একটি বাস যোগে বিশ্ব ইজতেমায় যাচ্ছিল একদল মুসুল্লী। তারা ধুনকুন্ডিতে দুপুরের খাবার জন্য স্থানীয় হোটেলে যাত্রা বিরতি করেন। এসময় সাইদুর রহমান রাস্তা পার হয়ে জোহরের নামাজ আদায় করে হোটেলে ফিরছিলেন। এসময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, ঘাতক ট্রাকটি আটক করা যায় নি। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক