কর্তৃপক্ষের উদাসীনতায় নবাবগঞ্জের সীতার কুঠুুরি গোচারণ ভুমিতে পরিণত
দিনাজপুরের নবাবগঞ্জে কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণ এবং সংরক্ষণ ও সংস্কারের অভাবে বিলুপ্তের পথে সীতার কুঠুুরি। পর্যটন কেন্দ্রের অপর সম্ভবনাময় এই স্থানটি সীমানা বেষ্টুনী না থাকায় গোচারণ ভুমিতে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে ঐতিহাসিক এই নিদর্শনের কক্ষগুলির বেশ কিছু স্থান ভেঙ্গে গেছে। বিহারের মূল ফটকটিতে গরু ছাগল ছড়াছড়ি। দেখার কেউ নেই। নবাবগঞ্জ জাতীয় উদ্যানের শালবন সংলগ্ন এই নিদর্শনকে ঘিরে রামের পত্নী সীতাকে নিয়ে যুগ যুগ ধরে এলাকায় চলে আসছিল কল্পকাহিনী। সীতাকে বনের গভীরে বনবাস দিয়ে তার থাকার জন্য তৈরি করে দেওয়া হয়েছিল একটি কুঠুরি। যা কিনা সীতার কুঠুরি নামে খ্যাত। কিন্তু ১৯৬৮ সালের প্রত্মতত্ব বিভাগের অনুসন্ধানকারী নিদর্শনের আংশিক অংশ খননের পর নিশ্চিত হয় এটা একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
নবাবগঞ্জ উপজেলার সদর থেকে পশ্চিম দিকে বিরামপুর-নবাবগঞ্জ রাস্তার উত্তর পার্শ্বে গোলাপগঞ্জ ইউনিয়নের ফতেপুর মাড়াষ মৌজার প্রায় ১ একর ভুমির উপর অবস্থিত এ বিহারটি।এই বিহার পূর্ব পশ্চিমে লম্বা ২২৪ ফুট,উত্তর দক্ষিণ প্রস্ত ২১২ ফুট।বিহারটিতে ছোট বড় কক্ষের সংখ্যা ৪১টি।বিহারের ভিতরে দক্ষিণ-পূর্ব দিকে একটি কুপ ছিল।বর্তমান কুপটি ভরাট হয়ে গেছে।বিহারের বাহিরে পূর্ব-দক্ষিণে দিকে পাশাপাশি অবস্থিত ৫ টি কুটির দেখা যায়। সম্ভাবত এগুলো শৌচাগার হিসেবে ব্যবহার হতো। মুল মন্দির ছিল দক্ষিণ দিকের মাঝখানে। নিপুন হাতের গাঁথুনী ইমারতের লম্বা, মাধ্যম ও ছোট ইট এবং চুন সুরকী দ্বারা বিহারটি নির্মিত।
এলাকাবাসী জানায়, বিহারের উত্তর দিকে মাড়াষগ্রামের মহিরউদ্দিরে ছেলে তালেব আলী বিহারে পার্শ্বে জমি চাষ করতে গিয়ে জরাজীর্ণ একটি ধারালো অস্ত্র (বাইশ) কুড়িয়ে পায়। এই অস্ত্র দিয়ে ১ থেকে ২ কোপে বনের বড় বড় শাল গাছ কাটা যেত। বিষয়টি বন বিভাগের লোকজন জানতে পেরে তালেব আলীকে ডাকলে তালেব বন বিভাগে অস্ত্রটি দিয়ে দেন।
বন বিভাগের কর্মকর্তা অস্ত্রটি পরীক্ষার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠান। পরে জানা যায় অস্ত্রটি ছিলো হীরার তৈরি। বিষয়টি জানা জানি হলে আরো মূল্যবান কিছু মিলতে পারে বলে তৎকালীন দিনাজপুর জেলা পরিষদ নিজস্ব অর্থে বিহারটি খননের উদ্যোগ গ্রহন করে। চাকরী দেওয়া হয় তালেব আলীকে। ঔ বিহারটি পাহারা দেওয়ার জন্য। কয়েক বছর পর্বে তালেব আলী মারা যান। বর্তমান তালেব আলীর পুত্র তার দায়িত্ব পালন করছেন। খননের পর সে সময় বিহারের কিছু অংশ সংস্কার করা হয়। এর পর আর কোন সংস্কার না হওয়ায় অযত্নে ও অবহেলায় বিহারটি বিলুপ্তের পথে। বিহারের জায়গা অনেকে জবর দখল করে বাড়ী ঘর তৈরি করেছে বলেও এলাকাবাসীর অভিযোগ রয়েছে।তবে যারা বাড়ী ঘর তৈরি করে আছে তারা নিজেদের জমি বলে দাবি করছে। নয়নাভিরাম বৌদ্ধ বিহারটি সংস্কার করে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হলে সেখানে হতে পারে জনপ্রিয় পিকনিক কর্ণার এবং পর্যটন কেন্দ্র। যা থেকে আসতে পারে সরকারের ব্যাপক রাজস্ব আয়।
স্থানীয় ব্যবসায়ী মাহাবুবুর আলম বলেন, বিহারটি সংস্কারসহ আধুনিকায়ন করা হলে স্থানটির ঐতিহ্য ফিরে আসবে এবং দেশী-বিদেশী পর্যটকদের আগমন ঘটবে।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম জানায়, দিনাজপুর জেলার ঐতিহ্য ধরে রেখেছে এই বিহারটি,আমি এই বিহারটির দ্রুত সংস্কারের ও মেরামতের দাবি জানাচ্ছি।

হিলি (দিনাজপুর)