হিলি সীমান্তে ফেন্সিডিল ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯৬ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ফেন্সিডিল ব্যবসায়ী হাকিমপুর (হিলি) সীমান্তের নওপাড়া গ্রামের মোহাম্মদ মোহাসনি আলীর ছেলে মাফিজুল ইসলাম (৩৮)।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহে আলম এএসআই রাজুসহ সঙ্গী ফোর্স নিয়ে মাফিজুলের বাড়ীতে অভিযান পরিচালনা করে।অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেন্সিডিল এবং ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
আটককৃত মাদক ব্যবসায়ী মাফিজুলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দ্বায়ের করে আজ শনিবার দুপুরে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

হিলি (দিনাজপুর)