কাহালুর পাঁচপীরে মুগরীর খামারীদের সাথে সেমিনার
শনিবার বগুড়ার কাহালুর পাঁচপীর বাজারে মুগরীর খামারীদের সাথে সেমিনার/২০২০ইং এর আয়োজন করেন সুগুনা ফুড এন্ড ফিডস্ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর বগুড়া শাখা। উক্ত সেমিনারে মুগরীর খামারীদের সাথে মুগরীর রোগ-বলাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুগুনা ফুড এন্ড ফিডস্ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর বগুড়া শাখার শাখা ব্যবস্থাপক সমনাথ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুগুনা ফুড এন্ড ফিডস্ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর বানেশ্বার শাখার শাখা ব্যবস্থাপক সুমন আলী প্রমূখ। সেমিনারে উপস্থিত ছিলেন অত্র কোম্পানীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও মুগরীর খামারীবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি