সাংসদ মান্নানের মৃত্যুতে বিইউজে’র শোক
বগুড়া-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্ষিয়ান রাজনীতিক আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)। এক বিবৃতিতে প্রয়াত এই নেতার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।বিবৃতিতে উল্লেখ করা হয়, সাংসদ আব্দুল মান্নান ছিলেন গণমানুষের নেতা। নিজ নির্বাচনী এলাকাকে ছাপিয়ে তিনি ছাত্র জীবন থেকেই নিজ কর্মগুণে দেশব্যাপী পরিচিতি লাভ করেন। তাঁর মৃত্যুতে বগুড়ার সাংবাদিক সমাজ এক অকৃত্রিম অভিভাবকতুল্য নেতাকে হারালো, যে শুণ্যস্থান কোনদিনই পূরণ হবার নয়।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) যুগ্ম মহাসচিব জি এম সজল, নির্বাহী পরিষদ সদস্য মাহমুদুল আলম নয়ন ও আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সহ-সভাপতি রউফ জালাল, সাধারণ সম্পাদক জে এম রউফ, কোষাধ্যক্ষ প্রবীর মোহন্ত, নির্বাহী সদস্য তানসেন আলম, কমলেশ মোহন্ত সানু ও চপল সাহা, দৈনিক করতোয়া ইউনিট চিফ মাসুদুর রহমান রানা, দৈনিক চাঁদনী বাজার ইউনিট চিফ আমিনুল ইসলাম মুক্তা ও দৈনিক উত্তরের খবর ইউনিট চিফ সাজেদুর রহমান সিজুসহ সকল সদস্য।

ষ্টাফ রিপোর্টার