ইত্যাদির অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় পঞ্চগড় এসপির অফিস সহকারি নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র অনুষ্ঠান ধারণ দেখে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের অফিস সহকারি (ষ্টেনোগ্রাফার) দাইমুল ইসলাম মন্টু (৫৩)। শুক্রবার রাত ১১ টার দিকে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের জগদল চৈতন্যপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে থামানো একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি জেলা শহরের ডোকোরোপাড়া এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুর খবর শুনে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী রাতেই হাসপাতালে ছুটে যান। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।এর আগে অনুষ্ঠান শুরুর দিকে দর্শকদের চাপে পাইলট স্কুলের একটি ঘরের টিনের চালা ভেঙ্গে পড়ে দুই জন আহত হয়। আহতদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি