পঞ্চগড়ে শীতার্ত মানুষদের মাঝে ইউসিবি’র শীতবস্ত্র বিতরণ
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পঞ্চগড়ে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি। গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন আলহাজ্ব দারাজ উদ্দিন চৌধুরী হাফেজিয়া মাদ্রাসা মাঠে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে। পঞ্চগড় পৌর মেয়র আলহাজ্ব মো. তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ উদ্বোধন করেন। এ সময় ইউসিবি’র এভিপি ও দিনাজপুর শাখার ব্যবস্থাপক মামুন রশিদ, এভিপি ও নীলফামারী শাখার ব্যবস্থাপক খলিলুর রহমান, পঞ্চগড়ের বোদা শাখার ব্যবস্থাপক আবু রায়হান, সমাজসেবক রাশেদুল আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি