বগুড়া সদরের দোবাড়িয়ায় মিথ্যা মামলা ও হায়রানি প্রতিবাদে হাজার নারী-পুরুষের মানববন্ধন
শনিবার দুপুরে বগুড়া সদরের লাহিড়ী ইউনিয়নের দোবাড়িয়া গ্রামের শত শত নারী-পুরুষের নামে মিথ্যা মামলা ও দুই শত বছরের পুরানো জলাশয় যা মসজিদ,মন্দির ও ঈদগাহ মাঠে উন্নয়নের জন্য ব্যবহার হয়ে আসছে। জনৈক দিনাজপুর জেলার এ এস পি আখিরুল ইসলাম তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে এলাকায় এসে ঐ জলায় গুলি নিজের স্ত্রী ও শ্বাশুড়ী বলে দাবী করে জবর দখলের উদেশ্যে গ্রামের শত শত নারী-পুরুষদের নামে বে নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে শবিবার দুপুরে জলাশয় ও মসজিদের সামনে গ্রামবাসির আয়োজনে হাজার হাজার নারী- পুরুষদের উদ্যোগে বিশাল এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে উপস্থিত গ্রামবাসী অভিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঐ এ এস পি শাস্তির দাবীতে মানব বন্ধনে হাজার হাজার নারী-পুরুষ সংশ্লীষ্ট প্রশাসন সহ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন।

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি