বগুড়ার শেরপুরে বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন
বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় তৃণমূল নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগে ও এসোসিয়েশন ফর রাইটস এন্ড পিচ (এআরপি) আয়োজনে নারী উদ্যোক্তাদের তিনদিন ব্যাপি বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ:লীগের সহ সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভ্যাটেরিনারী সার্জন ডা. মো. রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির পাল, এসো কাজ করি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পারুল বেগম, সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিম প্রমুখ। মেলায় বিভিন্ন সংগঠন ও নারী উদ্যোক্তারা হরেক রকমের বস্ত্র ও কুটির শিল্পের স্টল সাজিয়েছেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি