পঞ্চগড়ে শুরু হয়েছে তিনদিন ব্যাপি হিরো মটরসাইকেলের মেগা সার্ভিস ক্যাম্প
পঞ্চগড়ে শুরু হয়েছে তিনদিন ব্যাপী নিলয় মটরস লিমিটেডের হিরো মটরসাইকেলের মেগা সার্ভিস ক্যাম্প। আজ সোমবার সকালে পঞ্চগড় জেলা শহরের মিলগেট এলাকার পঞ্চগড় চিনিকল মাঠে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ। এসময় নিলয় মটরস্ লিমিটেডের চীফ মার্কেটিং অফিসার আবু আসলাম, নিলয় হিরো’র চ্যানেল পার্টনার কমলেশ ট্রেডার্স এর সত্ত্বাধিকারী কমলেশ চন্দ্র ঘোষ সহ কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নিলয় মটরস লিমিটেডের রিজিওনাল ম্যানেজার আহমেদ সানজীদ আলমগীর ও হেড অব সার্ভিস মো. মনিরুজ্জমান। আগামীকাল বুধবার পর্যন্ত এই ক্যাম্পে হিরো মটরসাইকেলের মেগা সার্ভিসে সেবা দেয়া হবে।
মেগা সার্ভিস ক্যাম্পের আয়োজক সূত্র জানায়, প্রতিটি গ্রাহক হচ্ছে হিরো পরিবারের একজন সদস্য। মোটরসাইকেল কেনার পর থেকেই আমাদের চেষ্টা থাকে কাষ্টমারদের জেনুইন পার্টস এবং বিক্রয়ত্তর সেবা প্রদানের মাধ্যমে মটরসাইকেল ব্যবহারের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করা। কারণ হিরো বিশ্বাস করে মোটরসাইকেলের রক্ষনাবেক্ষন এর উপর তার দীর্ঘস্থায়ীতা নির্ভর করে। আর তাই গ্রাহকদের কথা চিন্তা করে বৃহৎ পরিসরে পঞ্চগড়ে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপি মেগা সার্ভিস ক্যাম্প। ক্যাম্পে রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ, ফ্রি সার্ভিস, ফ্রি ওয়াশ, ফ্রি টেকনিক্যাল সাপোর্ট এবং এক্সেসরিজ এর ওপর ২৫% ছাড় এবং জেনুইন পার্টস্ ও ইঞ্জিন অয়েল ক্রয়ের ক্ষেত্রে ১০% ছাড়। এছাড়াও রয়েছে র্যাফেল ড্র ও গিফট্। ২২ জানুয়ারী পর্যন্ত এই ক্যাম্প চলবে।

পঞ্চগড় প্রতিনিধি