রাজধানীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
রাজধানীর খিলক্ষেতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক র্যাব সদস্য।
আজ মঙ্গলবার ভোরে খিলক্ষেত থানাধীন বড়ুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
সকালে র্যাবের পাঠানো এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানা যায়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর খিলক্ষেত থানাধীন বড়ুয়া এলাকায় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র্যাব-১ এর গুলিবিনিময়কালে কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৪) নিহত হয়েছেন। ওই ঘটনায় এক র্যাব সদস্য আহত হয়েছেন।
আরও জানানো হয়, ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শুটার গান, ৩৪টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অনলাইন ডেস্ক