পোরশায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল
নওগাঁর পোরশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তবিবুর রহমান শাহ চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না.........রাজিউন)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারনে নানান রোগে ভুগছিলেন। সোমবার দুপুরে তিনি তার পোরশা সদরের দক্ষিন পুরইল গ্রামের নিজ বাসায় অসুস্থ্য হয়ে পড়লে ঐদিনই তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় গতকাল মঙ্গলবার রাত আড়াইটায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২বছর। তিনি ২স্ত্রী, ৪ছেলে ও ৪মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক আলহাজ্ব মোফাজ্জল হোসেন মোল্লাহ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি