সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদন্ড
নীলফামারীর সৈয়দপুরে মাদক ব্যবসায়ী কালামসহ দুই মাদকসেবীকে পৃথক পৃথক মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভ্রাম্যমান আদালতে বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে, শহরের সাহেবপাড়ার মৃত. আফতাব উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মো. আবুল কালাম (৬২), মাদকসেবী একই এলাকার মৃত. সোলেমানের ছেলে মো. মিন্টুকে (৫০) এবং নয়াটোলা এলাকার নজরুল ইসলামের ছেলে মো.জাহিদুল ইসলাম মামুন (৩৩)।
ভ্রাম্যমান আদালতে সূত্রে জানা গেছে, গতকাল সোমবার গোপন সূত্রে ভিত্তিতে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে নীলফামারী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খবির উদ্দিন ও সৈয়দপুর থানা পুলিশের উপস্থিতিতে শহরের সাহেবপাড়া এলাকার আবুল কালামের রেলওয়ে কোয়ার্টারের বাসায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সেখান থেকে গাঁজা সেবন করা অবস্থায় মৃত. আফতাব উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মো. আবুল কালাম (৬২), মাদকসেবী একই সাহেবপাড়া এলাকার মৃত. সোলেমানের ছেলে মো. মিন্টুকে (৫০) এবং নয়াটোলা এলাকার নজরুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম মামুনকে (৩৩) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী আবুল কালাম ওরফে কালামকে ছয় মাস এবং জাহিদুল ইসলাম মামুন ও মো. মিন্টুকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় উদ্ধার করা গাঁজা ধ্বংস করা হয়।
গতকালই দন্ডপ্রাপ্তদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি