পঞ্চগড়ে উপস্থাপনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত
পঞ্চগড়ে জাতীয় শুদ্ধাচার কৌশল, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে উপস্থাপনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার মাগুড়া ইউনিয়ের আয়মা ঝলই নিউ স্টার ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি মকলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পঞ্চগড় সদর সাইফুল ইসলাম প্রামানিক, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রধান (বাবুল) ঝলই নয়নীবুরুজ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, বিদ্যালয়ের সভাপতি নূর-ই-আলম।
উক্ত উপস্থাপনা প্রতিযোগিতায় ০৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ১ম ক্যাটাগরিতে শিক্ষকদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন মাগুড়া প্রধান পাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ তবিবর রহমান। ২য় স্থান অধিকার করেন মাগুড়া সিপাই পাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী পরিতোষ চন্দ্র রায়। ২য় ক্যাটাগরিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে ১ম স্থান অধিকার করেন ঝলইনয়নী বুরুজ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মোস্তাফিজুর রহমান, ২য় স্থান অধিকার করেন আমলাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী উম্মে আয়শা। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর কামরুজ্জামান।

পঞ্চগড় প্রতিনিধি