কাহালুর ভেটিসোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের অভাবে বারান্দায় চলছে পাঠদান
বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ভেটিসোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের অভাবে বারান্দায় চলছে ছাত্র/ছাত্রীদের পাঠদান। উর্দ্ধতন কর্তৃপক্ষ নজর দিবেন কি?। আজ মঙ্গলবার কাহালু উপজেলার ভেটিসোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণী কক্ষের অভাবে বারান্দায় ছাত্র/ছাত্রীদের পাঠদান করাচ্ছেন শিক্ষকেরা। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা জানান, গত ২০১৭ সালে অত্র বিদ্যালয় হতে ১৮ জন ছাত্র/ছাত্রী পিইসি পরীক্ষায় অংশগ্রহন করে ৬ জন ছাত্র/ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ও শতভাগ শিক্ষার্থীরা পাশ করেছে এবং ১ শিক্ষার্থী সাধারন বৃত্তি পেয়েছ। গত ২০১৮ সালে অত্র বিদ্যালয় হতে ১৮ জন ছাত্র/ছাত্রী পিইসি পরীক্ষায় অংশগ্রহন করে ৬ জন ছাত্র/ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং শতভাগ শিক্ষার্থীরা পাশ করেছে। গত ২০১৯ সালে অত্র বিদ্যালয় হতে ১৮ জন ছাত্র/ছাত্রী পিইসি পরীক্ষায় অংশগ্রহন করে ১৬ জন ছাত্র/ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং শতভাগ শিক্ষার্থীরা পাশ করেছে। তিনি আরও জানান, অত্র বিদ্যালয়ে প্রায় ২ শত জন শিক্ষার্থী রয়েছে এবং আমি সহ ৫ জন শিক্ষক রয়েছে। শ্রেণী কক্ষের অভাবে আমরা শিশু শ্রেণীর ছাত্র/ছাত্রীদের বারান্দায় পাঠদান চালাচ্ছি। এ ব্যাপারে কাহালু উপজেলা শিক্ষা অফিসার মো.রফিকুল আলম এর সাথে কথা বলা হলে তিনি বলেন, বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করবো

কাহালু (বগুড়া) প্রতিনিধি