পৃথিবীর সবচেয়ে সুন্দর মেলা হচ্ছে বই মেলা: অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি
পৃথিবীতে যত রকমের মেলা হতে পারে তার মধ্যে সবচেয়ে সুন্দর মেলা হচ্ছে বই মেলা। এ মেলায় গুরুগম্ভির, বয়স্ক মানুষ, কম বয়সী তরুন-তরুনী, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সাংস্কৃতিক অঙ্গনের মানুষসহ প্রত্যেককের ভাবভঙ্গি চাল-চলন একটু আলাদা পরিলক্ষিত হয়। কেউ বই কেনে, কেউ বই দেখে, কেউ ঘুরে বেড়ায়। যত রকম বিমূর্ত চিন্তা আছে তার মাঝে সবচেয়ে কার্যকর হচ্ছে বই পড়া। কাজেই কেউ যেন মনে না করে বই পড়া শুধু এক ধরনের বিনোদন।
এটি তার থেকেও অনেক বড় একটি ব্যাপার। আমাদের সর্বসেরা সম্পদ হচ্ছে মস্তিস্ক, সেই মস্তিস্কের বড় ব্যায়াম হচ্ছে বই পড়া। বই পড়া চর্চার মধ্যে দিয়ে একটি সু-শৃংখল জাতি গঠন করা সম্ভব। গতকাল মঙ্গলবার লার্নিং টাইম এর আয়োজন বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ চত্বরে ৩দিনব্যাপি চমৎকার এক বই মেলার ফিতা কেটে উদ্বোধনকালে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি এ কথাগুলো বলেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার, উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরা, মনিটরিং ও ই-ভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, শামীম আক্তার, প্রভাতী শাখার গ্লোরী লুবনা চাম্বুগং, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডি, উপাধ্যক্ষ আইএনএম মাহবুবুল ইসলাম, প্রেস সচিব আজাহার আলী, বুক লার্নিং এর প্রোপ্রাইটর আব্দুল কাদের জিলন, সহযোগি সোহেলী আক্তার, উম্মেহানী ইলা সহ প্রমূখ। মেলার শুরুতেই ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা অভিভাবকদের বই ক্রয়ের হিড়িক পড়ে যায়।

ষ্টাফ রিপোর্টার