হাকিমপুরে ভারতীয় ফেন্সিডিল বিক্রির দায়ে গ্রেফতার ৫
দিনাজপুরের হাকিমপুরে নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল বিক্রির দায়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ পাঁচ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা উপজেলার ধরন্দা গ্রামের মাদক ব্যবসায়ী মিঠুন,শাকিল, শাওন, আল-আমীন, ওসাজু মিয়া।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানায়,আজ বুধবার (২২ জানুয়ারী) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরন্দা গ্রামে থানা অফসারসহ সঙ্গী ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।অভিযান চালিয়ে তাদের ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আজ দুপুরে তাদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

হিলি (দিনাজপুর)