সাপাহারে গাঁজার গাছ সহ মাদক ব্যবসায়ী আটক
নওগাঁর সাপাহারে গাাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন জানান, মঙ্গলবার রাত প্রায় ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এস.আই) নয়ন কুমার কর, ফারুক হোসেন ও জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে গ্রেফতার করে। জানা যায় আটক শরিফুল ইসলাম তার শ্বয়ন ঘরের পেছনে প্রায় ৫মাস আগে ২ টি গাজাঁর গাছ রোপন করেছিল বর্তমানে গাছ দুটির ওজন সাড়ে ৯শ গ্রাম। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত শরিফুল উপজেলার মরাপুকুর গ্রামের মৃত, আব্দুল রহিমের পুত্র বলে জানা গেছে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি