পোরশা সীমান্তে বিএসএফ’র গুলিতে তিন বাংলাদেশী নিহত
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে সন্দিপ(২৪), কামাল(৩২) ও মফিজ উদ্দিন(৩৮) নামের তিন বাংলাদেশী গরু রাখাল নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার নিতপুর সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বীল এলাকায় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশী ঐ তিনজন গরু রাখালকে গুলি করে মেরে ফেলে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, ওই দিন ভোরে বাংলাদেশের বেশ কিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা পিছনদিক থেকে তাদেরকে গুলি ছোঁড়ে। এসময় অন্যরা পালিয়ে যেতে সম হলেও বিএসএফ’র ছোঁড়া গুলিতে ভারতের ৮০০গজ অভ্যন্তরে বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ(২৪), কাঁটাপুকুরের মৃতু জিল্লুর রহমানের ছেলে কামাল(৩২) এবং বাংলাদেশের ২০০গজ অভ্যন্তরে চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃতু খোদাবক্্েরর ছেলে মফিজ উদ্দিন(৩৮) মারা যায়।
এ বিষয়ে ১৬বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানান। তবে গুলি বিদ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন মারা গেছেন এটি নিশ্চিত করেন এবং অপর দু’জন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজখবর নিচ্ছেন বলে জানান। তবে তিনি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি