পঞ্চগড়ে পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাকাসস’র কর্মবিরতি ও সমাবেশ
বিভিন্ন সরকারি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে ৩ ঘন্টার কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি-বাকাসস পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের ৩য় শ্রেণির সকল কর্মচারী কর্মসূচিতে অংশ নেন।
কর্মবিতরি চলাকালিন সময়ে সমাবেশে বক্তব্য দেন বাকাসস পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির, সহ সম্পাদক মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক ওয়াজেদ আলী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক রহিম উদ্দীন প্রমূখ বক্তব্য দেন। বক্তারা বলেন, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এ দাবি বাস্তবায়নে সমিতি যে কর্মসূচি ঘোষণা করেছে তা দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এর পরে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি চার ঘন্টা এবং ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি