হিলি চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপরসহ বেড়েছে রাজস্ব,বাড়েনি সেবার মান
দিনাজপুরের হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোটধারী যাত্রী পারাপারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বেড়েছে রাজস্ব, বাড়েনি যাত্রী সেবার মান। গেলো ৬ মাসে রাজস্ব আয় হয়েছে ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার টাকা।
কোলকাতা, চেননাই, মাদ্রাজ, দার্জিলিং সহ ভারতের বিভিন্ন জেলার সাথে হিলি’র সড়ক ও ট্রেন যোগাযোগ অনেকটা ভালো থাকায় চিকিৎসা নিতে যাওয়া রোগী, শিক্ষার্থী, ভ্রমনকারিরা এবং দেশী-বিদেশী নাগরিক সহজ পথে চলাচলের জন্য এই হিলি চেকপোষ্ট বেছে নিয়েছে। আর এ কারনে যাত্রী পারাপারও বেড়েছে এই পথে। তবে পিছু ছাড়ছেনা সেই সোনাতন পদ্ধতিতে যাত্রীদের ব্যাগেজ তল্লাসী।
একজন পাসপোর্টধারী যাত্রী জানায়, চেকপোষ্টটির একমুখি পথ ধরে পন্য আমদানি-রপ্তানির পাশাপাশি ঝুঁকির মাঝে যাতাযাত করতে হচ্ছে আমাদের। এখানে নেই কোন ব্যাংক সুবিধা, নেই রেষ্টুরেন্ট এবং নেই ট্রেনের কোন যোগাযোগ ব্যবস্থা।
ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানায়, প্রতি বছর সরকার এতো রাজস্ব আদায়ের পরও ব্যাগেজ তল্লাসীতে নেই কোন স্কেনার মেসিন, ভ্রমনকর জমা দিতে নেই সোনালী ব্যাংকের শাখা অফিস, নেই ভালো কোনো হোটেল বা রেষ্টুরেন্টা। তিনি আরও জানান, যদি সেবার মান বাড়ানো হলে হিলি চেকপোষ্ট দিয়ে যাত্রী যাতায়াত আরও বেড়ে যাবে, সরকার পাবে দ্বীগুন রাজস্ব।
এদিকে কাষ্টমস রাজস্ব কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানায়, গেলো জুলাই-ডিসেম্বর ২০১৯ অর্থ বছরের (৬ মাস) ১ লাখ ২৭০৫ জন দেশী-বিদেশী নাগরিক পাসপোটে এই হিলি চেকপোষ্ট দিয়ে যাতায়াত করেছে। এর মধ্যে করমুক্ত ১ হাজার ৩৪১ জন। এ ছাড়া ৫২ হাজার ৮২ জন বহিঃগমন যাত্রীদের কাছে ভ্রমন কর থেকে রাজস্ব আয় হয়েছে ২কোটি ৬০ লাখ ৪১ হাজার টাকা।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি