ফরিদপুরে নতুন স্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী
ফরিদপুরের ভাঙ্গায় নতুন স্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলায় নবনির্মিত স্টেশন পরিদর্শন করেন তিনি। এসময় তিনি কিছুটা পথ ট্রলিতে ঘুরে দেখেন। রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই ফরিদপুর এক্সপ্রেস এখন থেকে রাজবাড়ী এক্সপ্রেস নামে চলাচল করবে।
তিনি জানান, এর আগে রাজবাড়ী থেকে ফরিদপুর পর্যন্ত ৩৪ কিলোমিটার রেল চলাচল উদ্বোধন করা হয়েছিল। বাকি ৩০ কিলোমিটার ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত উদ্বোধন করা হবে আগামী ২৬ ডিসেম্বর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

অনলাইন ডেস্ক