কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের দবির মোল্লা গেট এলাকায় ও মিরপুর তালবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইউসুফ আলী শেখ (৮০) ও রাজিব মল্লিক(২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ইউসুফ আলী দবির মোল্লা গেট এলাকার একটি চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুমারখালী থেকে আসা একটি গরুবোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইউসুফের মৃত্যু হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। এদিকে, দুপুর ১টার দিকে মিরপুর তালবাড়িয়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় রাজিব মল্লিক নামে এক শ্রমিকের মৃত্যু হয়। সে একই এলাকার রাহাত মল্লিকের ছেলে।

অনলাইন ডেস্ক