কাহালুতে বুদ্ধি প্রতিবন্ধী যুবতী ধর্ষন মামলার মূল আসামী ঢাকা থেকে গ্রেফতার
বগুড়ার কাহালু থানায় দায়েকৃত সাহিদা আকতার (২০) বুদ্ধি প্রতিবন্ধী যুবতী ধর্ষন মামলা মূল আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদ হাসান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাতে ঢাকা মিরপুর কাফরুল থানার পলাশনগর এলাকা থেকে মামলার ১ নং আসামী বাদশা শেখ (৪০) কে গ্রেফতার করেছেন।
সে কাহালু উপজেলার ধাওয়াপাড়া গ্রামের মৃতঃ দবির উদ্দিনের পুত্র। মামলা সূত্রে জানা যায়,কাহালু উপজেলা মুরইল ইউনিয়নের ধাওয়া পাড়া গ্রামের শহিদুল ইসলামের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে সাহিদা আকতারকে একই গ্রামের গ্রেফতারকৃত আসামী বাদশা শেখ সদাই খাওয়ানো কথা বলে প্রথমে ধর্ষন করে। পরবর্তীতে বাদশা শেখ সহ অন্যান্য আসামী একই গ্রামের মৃতঃ ছমির উদ্দিনের পুত্র সাদু (৫০) ও মৃতঃ তাহের প্রাং এর পুত্র লয়া মিয়াঁ (৪৮) বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় জোরপূর্বক ধর্ষন করে এবং বুদ্ধি প্রতিবন্ধী সাহিদা আকতারকে ধর্ষনের ঘটনাটি কাউকে না জানাতে নিষেধ করে।
ধর্ষনের ফলে সাহিদা আকতার ৪/৫ এর অন্তঃসত্বা হলে ঘটনাটি পরিবারের লোকজন এবং গ্রামবাসীর মধ্যে জানাজানি হয়। এ ঘটনায় গত ০৬/০৯/২০১৯ইং তারিখে সাহিদা আকতার এর মা গোলাপী বেগম বাদী হয়ে কাহালু থানায় উল্লেখিত ৩ জনকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করেন। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, মামলার ১নং আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামীদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি