কাহালুতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত
বগুড়ার কাহালুতে বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রহমান (৫২) নামক এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা জানান, নিহত আব্দুর রহমান কাহালু উপজেলার বিনোদ কল্যানপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও উপজেলার পাইকড় উত্তর পাড়া গ্রামের মৃতঃ আবুল কাশেমের পুত্র। সে আজ শনিবার মোটর সাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে বেলা ১১ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার বিবিরপুকুর এলাকায় রহিম ফিলিং ষ্টেশন এর সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি