পোরশায় সিঁদ কেটে কৃষকের ৩টি গরু চুরি
নওগাঁর পোরশায় কৃষকের বাড়িতে রাতের অন্ধকারে সিঁদ কেটে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে গরু চোর। ৩টি গুরুর অনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষাধীক টাকা।
জানা গেছে, রোববার রাতের অন্ধকারে উপজেলার পোরশা সদরের ইসলামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রাজ্জাকের বাড়ির দেয়ালে সিঁদ কেটে ৪টি গরুর মধ্যে ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোর। সকালে ঘুম থেকে উঠে দেখে তার বাড়িতে গরু নেই। দেয়ালে সিঁদ কাটা রয়েছে। বাইরে এসে দেখে ৪টি গরুর মধ্যে একটি বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর বাকি ৩টি গুরু চোর নিয়ে গেছে।
চুরি হওয়া গরু মালিক আব্দুর রাজ্জাক জানান, ঘটনার রাতে তিনি রাত ১০টার পর ঘুমিয়ে পড়েছিলেন। সকালে উঠে দেখেন গরু নেই।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, থানায় মামলা হলে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি