হিলিতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বর্ণাঢ্য র্যালীসহ নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে কাস্টমস দিবস।
আজ রোববার সকাল ১০টায় হিলি কাস্টমস হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। র্যালীটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সীমান্তের জিরো পেয়েন্টে উপস্থিত হয়।
এছাড়া দিনভর সভা সেমিনারসহ নানা আয়োজন রাখা হয়েছে এ দিবসে।
সকালে কাস্টমস দিবসের শোভাযাত্রা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
‘কাস্টমস পোস্টারিং সাসটেইনেবিলিটি ফর পিপল, প্রসপারেটি অ্যান্ড দ্য প্ল্যানে ‘ স্লোগানে এবারের কাস্টমস দিবসের শোভাযাত্রার আকর্ষণ ছিলো ঢোলবাদন, বাদক দল, নানা স্লোগানে বর্ণিল ব্যানার, ফেস্টুন, আয়োজন। এছাড়া এই দিবস উপলক্ষে সমগ্র কাস্টমস হাউসে নানা বর্ণে সাজানো হয়েছে।
শোভা যাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, কাস্টমস কর্মকর্তারা নানা প্রতিকূলতার মধ্যেও দেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। সরকারি রাজস্বের বড় অর্থের যোগান দিচ্ছে কাস্টমস। কর্মকর্তাদের মেধা ও সেবার কারণে কাস্টমসের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। বর্তমানে ডিজিটালাইজেশনের মাধ্যমে কাস্টম হাউস বিশ্বমানের সেবা দিচ্ছে।
শোভা যাত্রায় শুল্ক গোয়েন্দা, কাস্টমস হাউসসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি, সিঅ্যান্ডএফ এসোসিয়েশনসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ নেন।

হিলি (দিনাজপুর)