বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর নতুন কমিটি গঠন
শতবর্ষ অতিক্রম করা প্রাচীন ও ঐতিহ্যবাহী গোহাইল রোডস্থ উপাসনালয়ে বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর নতুন কমিটি গত শুক্রবার সন্ধ্যায় গঠন করা হয়। নব-গঠিত কমিটিতে রবার্ট রবিন মারান্ডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও আশের মাইকেল বেসরাকে সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া মিঃ সৌরভ বিশ্বাস সহ-সভাপতি, টমাস অর্পন মন্ডল কোষাধ্যক্ষ, বুলবুল ব্যাপারী জর্জেট ও স্বপন সরেন প্রাচীন, ভিভিয়ান রিওন মারান্ডি ও টোনাম সরকার পরিচারক, ডাঃ রিটা মন্ডল পরিচারিকা, সান্ডেস্কুল সুপার আগ্নেস মৃধা ও গিটবার্ট মৃধাকে পালক হিসেবে ঘোষনা করা হয়।
কমিটি গঠন শেষে জিপিএ-৫ প্রাপ্ত খ্রীষ্টান মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এসএসসিতে তন্বী ব্যাপারী ও স্বর্ণালী ব্যাপারী, জেএসসিতে কৌশিক বিশ্বাস ও পিইসিতে অনামিকা সরকার কৃতি শিক্ষার্থী হিসেবে ক্রেস্ট গ্রহন করে।
নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি বলেন, এ ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে তারা শিক্ষা জীবনে আরো অনুপ্রেরণা পাবে। তাদের দেখাদেখি পরবর্তীতে এধরনের পরীক্ষায় যারা অংশ নেবে তারাও ভালো ফলাফলের জন্য চেষ্টা অব্যাহত রাখবে।
এ উৎসাহমুলক প্রতিযোগিতা একদিন ভালো মানুষ হিসেবে গড়তে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। মন্ডলীর সম্পাদক আশের মাইকেল বেসরার উপস্থাপনায় নব-নির্বাচিত কমিটিকে উপস্থিত সকলেই ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রেস বিজ্ঞপ্তি