প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পঞ্চগড়ে টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা
উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প একনেক সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা করেছে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে পঞ্চগড় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ থেকে একটি শোভাযাত্রা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পঞ্চগড় টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন ডালিসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নানের কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। একই সময় একই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. শামসুজ্জামানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি