হিলিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
দিনাজপুরের হিলিতে উপজেলার ঐতিহ্যবাহী ছাতনী চৌমুহনী আর্দশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বিদ্যালয় মাঠে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন । এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার।
এসময় উপস্থিত ছিলেন,সাংবাদিক সোহেল রানা,কাউন্সিলর ফারুক,আব্দুল আজিজ,সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক,সহকারী শিক্ষক অজয় মানী,সহকারী শিক্ষিকা বেবী প্রামানিক,সহকারী শিক্ষক প্রণীব কুমার,আসমান আলী,মনসুর রহমান,হালিম বাবু,মাধবী রায়,সারোয়ার হোসেন প্রমূখ।
পরে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান

হিলি প্রতিনিধিঃ-